আধুনিক কম্পিউটারে চলবে না Windows 7, XP
উইন্ডোজের আগের কোনো সংস্করণ পরবর্তী প্রজন্মের প্রসেসরে সমর্থন করবে না।
মাইক্রোসফট জানিয়েছে, ভবিষ্যতের কথা মাথায় রেখে, বিশেষ করে যখন নতুন সিলিকন প্রজন্মের চিপ উন্মুক্ত করা হবে, তখন উইন্ডোজের সর্বশেষ সংস্করণটিই সমর্থন করবে। এর মধ্যে ইনটেলের কাবি লেক সিলিকন চিপ, কোয়ালকমের ৮৯৯৬ চিপ ও AMD-র ব্রিস্টল রিজ চিপে শুধু উইন্ডোজ ১০ চালানো যাবে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ বলছে, কোম্পানি বা গ্রাহকেরা চাইলে পুরোনো হার্ডওয়্যারের পিসি কিনতে পারবেন। তবে আধুনিক CPU বা স্কাইলেক প্ল্যাটফর্ম ব্যবহার করতে চাইলে উইন্ডোজ ১০ সফটওয়্যার ব্যবহার করতে হবে।
উইন্ডোজের আগের কোনো সংস্করণ পরবর্তী প্রজন্মের প্রসেসরে সমর্থন করবে না।
মাইক্রোসফট জানিয়েছে, ভবিষ্যতের কথা মাথায় রেখে, বিশেষ করে যখন নতুন সিলিকন প্রজন্মের চিপ উন্মুক্ত করা হবে, তখন উইন্ডোজের সর্বশেষ সংস্করণটিই সমর্থন করবে। এর মধ্যে ইনটেলের কাবি লেক সিলিকন চিপ, কোয়ালকমের ৮৯৯৬ চিপ ও AMD-র ব্রিস্টল রিজ চিপে শুধু উইন্ডোজ ১০ চালানো যাবে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ বলছে, কোম্পানি বা গ্রাহকেরা চাইলে পুরোনো হার্ডওয়্যারের পিসি কিনতে পারবেন। তবে আধুনিক CPU বা স্কাইলেক প্ল্যাটফর্ম ব্যবহার করতে চাইলে উইন্ডোজ ১০ সফটওয়্যার ব্যবহার করতে হবে।



Post a Comment
Post a Comment